5 April 2017

বৃষ্টি বাড়ি আছো

বৃষ্টি বাড়ি আছো ?
তুমি তখন বল
তারা আছে, পরে এসো…
যখন বলি,
যাবখন তোমার বাড়ির ছাদের পরে,
দেখছ না গাছেরা রয়েছে অনাদরে।
আমি বললাম তাই…
এসো একদিন সময় করে,
এনো কিছু আমারও তরে।

ঘাসফুলেদের সাথে

তুমি সারাক্ষন খুঁজে গেছো দুপুর সন্ধ্যে বেলায়, সময় দাওনি ঘাস ফুলেদের। লিলুয়া বাতাস হয়ে ছুয়ে গেছো দূর আরো দূর বেপাড়ায়… ফিরে গেছে সে নদী...