19 April 2017

কন্যা তোর শাড়ির আচলের কলঙ্ক যে বড্ড মায়া

আগমনী চাঁদের বদনাম,
আমি নাকি কন্যা তোর শাঁড়ির আচলের কলঙ্ক,
কি সর্বনাশ, কি সর্বনাশ,
আমিতো তোর নীলাম্বরীরর আঁচল ভালো বেসে
ফেলেছি।
কি অদ্ভূত,
তোতে আমাতে কথা হলোনা,
সব জানা হয়ে গেলো...
কন্যা তোর শাড়ির আচলের কলঙ্ক যে বড্ড মায়া মায়া।

ঘাসফুলেদের সাথে

তুমি সারাক্ষন খুঁজে গেছো দুপুর সন্ধ্যে বেলায়, সময় দাওনি ঘাস ফুলেদের। লিলুয়া বাতাস হয়ে ছুয়ে গেছো দূর আরো দূর বেপাড়ায়… ফিরে গেছে সে নদী...