3 April 2015

ছেড়ে যাবো না-একথা বলতে পারি নেতোকে বুঝতে এতটা সময় কেন লাগলো বলতো?

 গত রাতে আবছা আলোয় তোর জল মুখ দেখে
ফের প্রেমে পড়েছি.

ভাবছিলাম কেন তোর প্রেমে পড়ি
কেন যে ভুল করি – তোর ইনোসেন্ট নামহীন প্রেম
আমাকে আবার ডুবোয়।

  ভালবাসা তো জলের মতই –
ছেড়ে যাবো না
একথা যেমন বলতে পারি নে,
তুমি ছেড়ে যেও না
একথাও বলতে পারি না।

ঘাসফুলেদের সাথে

তুমি সারাক্ষন খুঁজে গেছো দুপুর সন্ধ্যে বেলায়, সময় দাওনি ঘাস ফুলেদের। লিলুয়া বাতাস হয়ে ছুয়ে গেছো দূর আরো দূর বেপাড়ায়… ফিরে গেছে সে নদী...